বৃহস্পতিবার হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার পৃথক আদালতের তাদের এই দণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার কাসেম পাটওয়ারী ও মুন্সিগঞ্জ জেলার সাইদ হোসেন, মেহেদী হাসান, মো. ইউসুফ মোল্লা, নবী হোসেন ও হযরত আলী।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার (ইউএনও) বলেন, মা ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ আহরণ, বেচা-কেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ থাকবে। জাতীয় সম্পদ যারা বিনষ্ট করবে তারা দেশের শত্রু। তাদের কোনো ছাড় দেয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।